রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার ৩০ আগস্ট

প্রেসওয়াচ রিপোর্ট,ঢাকা, ২৭ আগস্ট ২০২৫:

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি বাস্তুচ্যুতি ও এর ফলে উদ্ভূত আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, প্রত্যাবাসনের অচলাবস্থা এবং জীবিকা সংকট নিয়ে আগামী ৩০ আগস্ট রাজধানীতে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

‘রোহিঙ্গা শরণার্থী সংকট: আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, প্রত্যাবাসনের পথ ও জীবিকার চ্যালেঞ্জ’ শীর্ষক এ সেমিনার আয়োজন করেছে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন (SPF)-এর পিস বিল্ডিং ডিপার্টমেন্ট। অনুষ্ঠানটি দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকায় অনুষ্ঠিত হবে।

সেমিনারের মূল উদ্যোক্তা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত পরিবেশ এবং সমুদ্রবজ্ঞানর্সে বিশেষজ্ঞ ড. এমদাদুল ইসলাম বলেন,সেমিনারে কক্সবাজারের শরণার্থী শিবিরে মানবিক সহায়তা হ্রাস, জীবিকার ওপর প্রভাব, দারিদ্র্য ও মানবপাচারের ঝুঁকি এবং প্রত্যাবাসন প্রক্রিয়ার অচলাবস্থা নিয়ে বিশদ আলোচনা হবে। সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন ও গাজার যুদ্ধসহ বৈশ্বিক বিভিন্ন সঙ্কট আন্তর্জাতিক দাতাদের মনোযোগ অন্যত্র সরিয়ে নিয়েছে। ফলে রোহিঙ্গা সংকটে অর্থায়ন উল্লেখযোগ্যভাবে কমেছে—জাতিসংঘের বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী ২০২৪ সালে প্রয়োজনীয় সেবা ও জীবিকা কর্মসূচিতে ৭০ শতাংশ পর্যন্ত কাটছাঁট হয়েছে।

 

সেমিনারের সঞ্চালক হিসেবে থাকছেন রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার ডিন ড. আবু বকর সিদ্দিক। আলোচনার মডারেটর হিসেবে থাকবেন ড. ইমাদুল ইসলাম, সিনিয়র রিসার্চ ফেলো, ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউট, সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, জাপান।

প্যানেল আলোচনায় অংশ নেবেন—

প্রফেসর নিয়াজ আহমেদ খান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়

রাষ্ট্রদূত (অব.) তারিক এ. করিম, উপদেষ্টা, সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজ, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ

শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

মোহাম্মদ মিজানুর রহমান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC), কক্সবাজার

ড. ফাহিম হুসেইন, সহকারী অধ্যাপক, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি (নিশ্চিত হওয়ার অপেক্ষায়)

আলোচনার পর উন্মুক্ত সেশন ও সমাপনী বক্তব্য থাকবে।

সেমিনার থেকে প্রাপ্ত সুপারিশগুলো একটি নীতি-প্রস্তাব আকারে প্রণয়ন করে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ভাগাভাগি করা হবে। এটি আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য ‘High-level Conference on the Situation of Rohingya Muslims and Other Minorities in Myanmar’ সম্মেলনে আলোচনার জন্য জমা দেওয়া হবে।

Share: