শহর জানেনা যার নাম – ডক্টর দিপু সিদ্দিকী

শহর জানেনা যার নাম

(প্রয়াত মিনাজ উদ্দিন কাকার স্মরণে ডক্টর দিপু সিদ্দিকীর শ্রদ্ধাঞ্জলি)

শহর জানে না তার নাম,

জানে না সে কত পথ পেরিয়ে

একটি পাড়া, একটি সমাজ,

একটি ইতিহাস রচনা করেছিল—

নিজের হাতের শিরায় শিরায়।

 

সে ছিল শেকড়,

সে ছিল ভিত্তিপ্রস্তর,

সে ছিল ভোরের আজান,

শিশুর প্রথম পাঠ,

রাস্তার প্রথম ইট,

আর ছায়াঘন বটবৃক্ষ।

 

সে হেঁটেছিল কাঁধে কাঁধ মিলিয়ে,

আমার পিতার সঙ্গে,

আমাদের পূর্বপুরুষদের সঙ্গে,

গড়েছিল মসজিদ, মাদ্রাসা,

গড়েছিল আমাদের শেকড়।

 

আজ সে নেই—

নয়াবাগের বাতাস আজ ভারী,

কুসুমবাগের রোদ আজ ম্লান,

তার কণ্ঠে আর শোনা যাবে না

অমৃতসম কবিতার ধ্বনি।

 

কতবার বলেছিলেন,

“এসো, কবিতা শোনাও, দেখাও,”

আমি যাইনি,

সময় আটকে ছিল অলসতার ফাঁদে,

আজ শুনলাম—তিনী চিরতরে চলে গেছে।

 

শহর কি জানবে তার কথা?

সমাজ কি শোধ করতে পারবে তার ঋণ?

তিনি কি পাবেন তার প্রাপ্য ভালোবাসা?

নাকি তিনি থেকে যাবে কেবলই

আমাদের স্মৃতির ছায়াপথে?

 

আজ আমরা সত্যিই অভিভাবকহীন,

তবু তার শিক্ষা, তার সেবা,

তার ভালোবাসার রেশ ছড়িয়ে থাকবে

এই শহরের প্রতিটি ইট-পাথরে,

আমাদের হৃদয়ের গভীরে।

 

—প্রফেসর ডক্টর দিপু সিদ্দিকী

ডিন, কলা অনুষদ, এবং চেয়ারপারসন শিক্ষা বিভাগ,রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা

প্রফেসর ডক্টর দিপু সিদ্দিকী
ডিন, কলা অনুষদ, রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা
Share: