বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি প্রণয়নে বঙ্গবন্ধুর দূরদর্শিতা অতুলনীয় : ড. কলিমউল্লাহ

সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ এ ৪টি মূলনীতি অন্তর্ভূক্ত করেন বঙ্গবন্ধু -ডক্টর কলিমউল্লাহ
বঙ্গবন্ধুর আদর্শ তরুণ প্রজন্মের জন্য আলোকবর্তিকা স্বরূপ-জামিল আহমেদ

আইরিন নাহার/ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃ জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন,বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি প্রণয়নে বঙ্গবন্ধুর দূরদর্শিতা অতুলনীয়। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেই সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ এ ৪টি মূলনীতি অন্তর্ভূক্ত করেন। যা বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি প্রণয়নে তাঁর দূরদর্শিতা ও প্রজ্ঞার পরিচয় বহন করে।

শোকাবহ আগস্ট উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি-এর ডিরেক্টর, টিভি ব্যক্তিত্ব  জামিল আহমেদ। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ তরুণ প্রজন্মের জন্য আলোকবর্তিকা স্বরূপ। জাতির পিতাকে নিয়ে আরো বেশি পরিমাণে প্রবন্ধ প্রকাশিত হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর আলোচনা সভায় বক্তারা -প্রেসওয়াচ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন কচুয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র  মোঃ কামাল হোসেন অন্তর। তিনি বঙ্গবন্ধুর আত্নত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি-এর সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধু গবেষক জনাব এম এম আসাদুজ্জামান নূর। তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় দর্শন নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা ‘র সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব দিপু সিদ্দিকী বঙ্গবন্ধুর গণতান্ত্রিক সংগ্রাম নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর আলোচনা সভায় বক্তারা -প্রেসওয়াচ

ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের পিএইচ.পি গবেষক ফাতিমা লিমা বলেন, বঙ্গবন্ধু বাঙালী জাতিকে শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন জাতি হিসেবে বাঁচতে শিখিয়েছেন। জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার, লেখক, ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

ন্যাশনাল ভলেনটিয়ার আফসানা করিম বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে আরো বেশি পরিমাণে গবেষণা হওয়া প্রয়োজন। ন্যাশনাল ভলেনটিয়ার ও গবেষক জনাব খোরশেদ আলম বলেন, বঙ্গবন্ধু বাঙালী জাতির আত্নসম্মান রক্ষার্থে আমৃত্যু সংগ্রাম করেছেন। এছাড়াও আজকের সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার আতাকরা কলেজের প্রভাষক মোঃ কামাল উদ্দিন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর -এর শিক্ষার্থী জনাব সাজ্জাদ।

মা/হা

Share: