ভারতে করোনায় নতুন করে ৪৭ হাজার ৯২ জন আক্রান্ত

ভারতে একদিনে নতুন করে ৪৭ হাজার ৯২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৯৩৭ জন।
বর্তমানে করোনায় অসুস্থ লোকের সংখ্যা ২৪ ঘন্টায় বেড়েছে ১১ হাজার ৪০২ জন। এ নিয়ে মোট সংখ্যা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৫৮৩ জন।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ খবর জানায়।
সূত্র মতে, দেশটিতে করোনায় নতুন করে মারা গেছে ৫০৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৫২৯ জনে।
ভারতে গত ৬৯ দিন ধরেই করোনা শনাক্তের হার তিন শতাংশের নিচে রয়েছে। মৃত্যু হার দাঁড়িয়েছে বর্তমানে ১.৩৪ শতাংশ। সূত্র:বাসস।ডেইলি প্রেসওয়াচ :জা.মা

Share: