pp

: রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ আজ কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুম মিজানুল হকের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. মিজানুল হক আজ সন্ধ্যা ছয়টায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ড. মিজানুল হক দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস, কিডনিসহ নানা সমস্যায় ভুগছিলেন।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, শারিরীক অবস্থার অবনতি হলে দুই সপ্তাহ আগে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৯১ ও ১৯৯৬ সালে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন ড. মিজানুল হক।