প্রেসওয়াচ রিপোর্টঃ সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাইগুনি এলাকায় পিকাপের ধাক্কায় মহিদুল ইসলাম (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘মুক্ত স্বাধীন’ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সাতক্ষীরা জেলা শাখার সদস্য।
রবিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সাতক্ষীরা থেকে খুলনাগামী পিকআপের সঙ্গে মহিদুলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি মারা যান। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মুর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল গ্রামের মুজিদ বিশ্বাসের ছেলে।