প্রেসওয়াচ রিপোর্টঃ বঙ্গবন্ধু প্রিমিয়ার বাস্কেটবল লিগে টানা পাঁচ ম্যাচ জিতে শিরোপাই জিতে নিলো ধূমকেতু ক্লাব। আগের দিনই তাদের শিরোপা নিশ্চিত হয়ে যায়। আর আজ রবিবার শেষ ম্যাচে রানার্সআপ হয়েছে হরনেটস এসসি।
হরনেটস ৭০-৫৬ গোলে হারিয়েছে রেঞ্জার্সকে। খেলার প্রথমার্ধে হরনেটস ৩৮-২৩ পয়েন্টে এগিয়ে ছিল। ধানমন্ডির উডেন ফ্লোর জিমনেসিয়ামে এবারের লিগে অংশ নেওয়ার কথা ছিল ১০টি দলের। তবে আগে থেকেই শীর্ষ ৬টি দল অংশ নেয়নি। শেষ পর্যন্ত প্রথম বিভাগ থেকে দুটি দলকে তুলে এনে খেলাতে হয়েছে। সব মিলিয়ে ৬ দলের লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ধূমকেতু।
খেলার শেষ দিনে বাস্কেটবল ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন প্রধান অতিথি থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।