আগষ্ট মাসে বিভিন্ন সমস্যা এবং খারাপ খবর থাকলেও কিছু রাশির জন্য আগষ্ট মাস কিন্তু বেশ ভালো।
আসুন নিজের রাশি মিলিয়ে জেনে নিন ২০২০ সালের আগষ্ট মাস আপনার কেমন কাটবে।
মেষ: মাসের বেশির ভাগ সময়টা আনন্দেই কাটবে৷ প্রথম সপ্তাহে পেতে পারেন কোনও খুশির খবর৷ পূরণ হতে পারে অনেক দিনের কোনও ইচ্ছে ৷ দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়ার জন্য মাটি ভাল৷
বৃষরাশি: সময়টা একটা দোলাচলে কাটছে৷ আগামী ৫ মাস এভাবেই কাটবে ৷ আপনি ঝুঁকি যে কোন কাজ করতে ভালবাসেন৷ তবে এখন ঝুঁকি না নেওয়াই ভাল৷ তবে এই মাসের মাঝামাঝি সময়ে আপনার আত্মবিশ্বাস আগের চেয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷
তুলা: এই মাসে কর্মক্ষেত্রে আপনার ভাল সময় যাবে৷ চাইলে প্রমোশনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন৷ সহকর্মীরাও আপনার পাশে থাকবে৷ বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন৷ এই মাসটা আপনার কাছে বন্ধুত্বের মাস৷
বৃশ্চিক: গত মাসটা খুবই ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে৷ আগষ্টে আপনার পারিবারিক সময় খুব ভাল যাবে৷ তবে আপনি নিজের সীমাবদ্ধতা জানেন৷ যেকোন কাজে মাথা ঠান্ডা রাখুন৷ প্রেমের জন্য মাসটি শুভ৷
সিংহ: পেশা ক্ষেত্রে আপনার অনেক ভাল সুযোগ আসার সম্ভাবনা রয়েছে৷ তবে সুযোগের সত্ ব্যবহার করুন৷ ভাগ্য আপনার অণুকুলে থাকবে৷ তাই সহজে জয় পাবেন আপনি৷ তবে এই জয়ে গা ভাসিয়ে না দিয়ে আগামী দিনের পরিকল্পনা করতে থাকুন৷ অযথা খরচা হতে পারে৷ তাই বুঝে শুনে খরচ করতে হবে৷
কন্যা: খুবই প্রোডাক্টিভ একটি মাস অগাস্ট৷ আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন৷ মাসের শুরুর দিকে নিজেকে সময় দিন৷ প্রতিদিনের ব্যস্ত সময়গুলি থেকে কিছুটা সময় নিজের জন্য বের করুন৷ তা হলে সুন্দরভাবে ভবিষ্যত্ পরিকল্পনা গোছাতে পারবেন৷
মিথুন: আর্থিক দিক থেকে মাসটি শুভ৷ তবে এ মাসে খুব বেশি টাকা জমানো হবে না৷ কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি৷ তবে আর্থিক লাভের জেরে পারিবারিক শান্তি বজায় থাকবে৷ তবে শুধু টাকার পিছনে দৌড়বেন না, এর ফলে আপনার ব্যক্তিগত সম্পর্কে প্রভাব পড়তে পারে৷
কর্কট: অগাস্ট মাসটি কর্কট রাশির জাতক-জাতিকাদের কাছে একটু সংবেদনশীল৷ তাই এই মাসে আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে৷ নিজের কমফর্ট জোন থেকে বেরনো দরকার, তা সে যতই অসুবিধা হোক৷
কুম্ভ: নিজের ঘাড়ে সব কিছুর চাপ নিয়ে কাজ করা সম্ভব নয়৷ বিশ্রামেরও প্রয়োজন৷ নিজের কর্মস্থলে ভাল কিছু পেতে পারেন৷ টাকা বৃদ্ধি পেতে পারে৷ তবুও চাপ কম রাখতে হবে৷ কারণ, জীবনে টাকাই সব নই৷
মীন: ব্যক্তিগত সম্পর্কগুলো নতুন করে ঝালিয়ে নেওয়া প্রয়োজন৷ ঘটতে পারে কিছু বিরক্তিকর ঘটনা৷
ধনু: মাসটা মোটামোটি ভাল কাটবে। বিশেষ করে মাসের শুরুটা খুব ভাল কাটবে৷ এই মাসে আপনার ফোকাস থাকবে বেশি ক্যারিয়ারের উপর ৷ এতদিন যে চেষ্টা করেছেন, এ বার তার ফল পাওয়া শুরু করবেন৷
মকর: এ মাসে আবেগ একটু বেশি থাকবে৷ তবে নেতিবাচক হবেন না৷ সমাজে সবার কথা ধরে সব কাজ করতে যাবেন না, ফলে নিজেরে ক্ষতি হবে৷ বেরিয়ে আসুন৷ আনন্দে থাকার চেষ্টা করুন৷ মাসটা কিন্তু মন্দ নয়।