প্রতিবেদক,কিশোরগঞ্জ, ২৬ অক্টোবর: কিশোরগঞ্জের গাইটালস্থ আলমগীর হোসেন মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল, শনিবার, এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত ‘গার্ডিয়ান শেড’-এ আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে শিক্ষার মান উন্নয়ন এবং অভিভাবকের সক্রিয় ভূমিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা আক্তারের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক কে. এম. রায়হান আলম জাওয়াদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা ও পরিচালনা উপ-কমিটির সদস্য জনাব এ. কে. এম. নাদিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ গোলামুর রহমান, বিদ্যালয় পরিচালনা উপ-কমিটির সদস্য জনাব কামরুন্নাহার, সলিউশন নেস্ট বিডি লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা জনাব আব্দুর রাজ্জাক,বিশেষ অতিথি এর মধ্যে মোঃ জিয়াউর রহমান, অর্থ সম্পাদক, মোঃ জহিরুল ইসলাম জামিল, দপ্তর সম্পাদক ও রাবিয়া খাতুন তানিয়া, মহিলা বিষয়ক সম্পাদক সহ কল্যাণ সমিতি ও পরিচালনা উপ-কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথি জনাব এ. কে. এম. নাদিরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নিয়মিত মূল্যায়ন অপরিহার্য। পাশাপাশি, মায়েদের সক্রিয় অংশগ্রহণ ও পরামর্শ আমাদের শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।”
মোহাম্মদ গোলামুর রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় জোর দেওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের হাতে মাসিক মূল্যায়নের ফলাফল তুলে দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অভিভাবকগণ বিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি নিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন এবং পাশাপাশি কিছু গঠনমূলক পরামর্শও দেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোঃ শফিকুল আলম শিপলু মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান ও প্রেরণা এই অনুষ্ঠানের সাফল্যের মূল কারণ বলে শিক্ষক ও অতিথিরা উল্লেখ করেন। তাঁর নেতৃত্বের প্রশংসা করে বক্তারা ভবিষ্যতেও বিদ্যালয়ের উন্নয়নে তাঁর আন্তরিক ভূমিকা প্রত্যাশা করেন।
উপস্থিত সকল শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ফলাফল বিতরণ ও মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।