প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে বিভ্রান্তি মূলক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি:প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে বিভ্রান্তি মূলক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রিমিয়ার গ্রুপ অফ কোম্পানিজ ।

গত ২২ ও ২৩ শে সেপ্টেম্বর ২০২৫, কিছু জাতীয় পত্রিকায় প্রকাশিত “২৮৭ কোটি টাকা উত্তোলনের চেষ্টা ইকবালের, আটকে দিল বি এফ আই ইউ ” সংবাদ শিরোনামের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকৃত পক্ষে সংবাদ টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিক্তিহীন। এই সংবাদের প্রকাশের মাধ্যমে আমাদের স্বনামধন্য প্রিমিয়ার গ্রুপ অফ কোম্পানিজ এর সুনাম ক্ষুন্ন করা হয়েছে যার ফলশ্রুতিতে আমরা মনে করি ঘটনার সঠিক তথ্য প্রকাশ করা অত্যন্তজরুরি। প্রকৃত সত্য হলো প্রিমিয়ার গ্রুপ বিগত দীর্ঘদিন যাবৎ ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিক্যুইরিটি ইসলামী ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক থেকে ঋণ নিয়ে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসতেছে। প্রতিটি ঋণ হিসাব সর্বদা নিয়ম মাফিক পরিচালনা করা হচ্ছে। বিগত ২০২৪ সালের অক্টোবর মাসে উক্ত ঋণ হিসাব ৩টির অনুকূলে ঋণ কিস্তি পরিশোধের জন্য আমাদের ৪টি কোম্পানির একাউন্ট থেকে প্রায় ২৮৭ কোটি টাকার পে-অর্ডার প্রিমিয়ার ব্যাংক বনানী শাখা থেকে ইস্যু করা হয়, কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং ব্যাংক ৩টির সাথে সুদ আলোচনা চলমান থাকায় উক্ত পে অর্ডার গুলো গত ১৮/০৯/২০২৫ তারিখে উক্ত ঋণ একাউন্ট ৩ টি তে জমা প্রদান করা হয়। আরো উল্লেখ, সংবাদে যে ৩০০টি চেকের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো প্রকৃতপক্ষে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত পে অর্ডার যা ৩টি ব্যাংক এ আমাদের কোম্পানির নামীয় লোন হিসাবে লোনের কিস্তি জমা দেয়া হয়েছিল এখানে অর্থ উত্তোলনের কোনো ঘটনা ঘটার সংবাদ টি সম্পূর্ণ ভিক্তিহীন। প্রকৃতপক্ষে আমরা ৩টি ঋণ হিসাবে অর্থ জমা করি কিন্তু সংবাদ প্রকাশিত হয়েছে আমরা অর্থ উত্তোলনের চেষ্টা করি যা সম্পূর্ণ ভুল ও বিপরীতমুখী একটি ভিক্তিহীন সংবাদ।

 

“আমরা প্রিমিয়ার গ্রুপ অফ কোম্পানিজ এর পক্ষ থেকে উক্ত মিথ্যা বানোয়াট সংবাদটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” এহেন মিথ্যা সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছে প্রিমিয়ার গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেড।

Share: