পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন।গত ১৩ বছরে এটিই হচ্ছে কোনো শীর্ষস্থানীয় পাকিস্তানি নেতার প্রথম ঢাকা সফর।
আজ শনিবার দুপুর ২টার দিকে তাকে বহনকারী বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরকালে ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয় ছাড়াও ১৯৭১ সালের গণহত্যার দায় স্বীকার ও দুঃখপ্রকাশের বিষয়টি আলোচনায় আসবে। পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও তুলে ধরবে বাংলাদেশ।
এ ছাড়া দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের জন্য ভিসামুক্ত ভ্রমণ চুক্তিসই হতে পারে বলে জানা গেছে।
এর আগে গত ২৭ ও ২৮ এপ্রিল ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিল। তখন সব প্রস্তুতি শেষ হয়েছিল। কিন্তু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা বেড়ে যায়। তাই সফর স্থগিত হয়।
