২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত, কেফায়েত-হায়দার প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ও সামাজিক কর্মকাণ্ডে সুপরিচিত আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে শফিকুল আলম শিপলু সভাপতি এবং
মোঃ গোলামুর রহমান হায়দার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুটি প্যানেল মনোনয়ন দাখিল করলেও একটি প্যানেল শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় কেফায়েত-হায়দার প্যানেল সম্পূর্ণরূপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন:
কার্যকরী সভাপতি: কেফায়েতুল্লাহ
সহ-সভাপতি: জহিরুল হক আকন্দ, তরুণ কান্তি কর
যুগ্ম সাধারণ সম্পাদক: জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: আশিকুর রহমান বাচ্চু
প্রচার ও প্রকাশনা সম্পাদক: আশরাফুজ্জামান
অর্থ সম্পাদক: মোঃ জিয়াউর রহমান
দপ্তর সম্পাদক: মোঃ জহিরুল ইসলাম
সমাজকল্যাণ সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ আবুল খায়ের
আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট শামছুল আলম
ধর্ম বিষয়ক সম্পাদক: আব্দুল আজিজ
মহিলা বিষয়ক সম্পাদক: রাবেয়া আক্তার
পরিবেশ বিষয়ক সম্পাদক: বজলুর করিম
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন: আবু শাহেদ, আনোয়ার হোসেন, মোঃ ইসরাঈল ভূঞা, মোঃ মুকতু হোসেন, মোঃ মিজানুর রহমান ও সানিউল আকবর।
প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নাদিরুজ্জামান জানান, গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি পদটি সংরক্ষিত হওয়ায় প্রাথমিকভাবে ওই পদে নির্বাচন হয়নি এবং শফিকুল আলম শিপলুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা করা হয়। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল বলে তিনি জানান।
এই নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জ শহরের সামাজিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।