রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র শিক্ষা কার্যক্রম ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ক আলোচনা সভা

শাদাব হাসিন সিদ্দিকী: ১৪ মে ২০২৫, বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো “রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা: শিক্ষা কার্যক্রম পরিচিতি ও সামাজিক দায়বদ্ধতা” শীর্ষক এক বিশেষ আলোচনা সভা।

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র শিক্ষা কার্যক্রম ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ক আলোচনা সভা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ.এন.এম মেশকাত উদ্‌দীন। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মো: আলমগীর হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল এ.এস.এম মুশফিকুর রহমান (অব.)। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি জনাব মো: বশির হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মেশকাত উদ্দিন বলেন, “রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এবং ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি– দুটি প্রতিষ্ঠান  চেয়ারম্যান ড. এইচ বি এম ইকবালের দূরদৃষ্টি ও সামাজিক-অঙ্গীকারের ফসল।” তিনি জানান, শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে লড়াই করে এই দুটি বিশ্ববিদ্যালয় সর্বসাধারণের জন্য উচ্চমানের শিক্ষার দ্বার উন্মুক্ত করেছে।

বিশ্ববিদ্যালয়টি মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সুবিধা প্রদান করে আসছে এবং স্বল্পমেয়াদি দক্ষতা ভিত্তিক কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের বিদেশমুখী দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করছে বলে জানান উপাচার্য।

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র শিক্ষা কার্যক্রম ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ক আলোচনা সভা

বিশেষ আলোচক হিসেবে মোস্তফা তালুকদার ও জাবেদ ওমর কবির বলেন, এই ধরনের কার্যক্রম দেশের শিক্ষাক্ষেত্রে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে। বক্তাদ্বয় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং যাতায়াতের পথ  নির্বিঘ্ন রাখার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।সভায় জাবেদ ওমর কবির তাৎক্ষণিকভাবে ইউনিয়নের একজন মেধাবী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনাবেতনে  অধ্যয়নের দায়িত্ব গ্রহণ করেন, যা উপস্থিত সবাইকে আনন্দিত এবং আবেগাপ্লুত করে তোলে।

বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মো: বশির হাওলাদার তাঁর বক্তব্যে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “শ্রমজীবী পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ দিতে এ ধরনের উদ্যোগ যুগান্তকারী।” তিনি আরো বলেন বিশ্ববিদ্যালয়ের সম্মুখে রাস্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবাধ চলাচলে বিঘ্নতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ইউনিয়নের নেতৃবৃন্দ সোচ্চার হবেন এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় সব রকমের সহযোগিতা প্রদান করতে প্রস্তুত থাকবেন বলে তিনি উপাচার্যকে আশ্বস্ত করেন।

সভায় রয়েল ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. দিপু সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন মুরাদ হাসান, সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, প্রভাষক আরিফ হোসেন এবং হোটেল ট্যুরিজম বিভাগের শিক্ষার্থী রাজু রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।।

এই আয়োজনটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমজীবী জনগণের মধ্যে একটি সেতুবন্ধনের প্রতীক হয়ে উঠেছে, যা ভবিষ্যতে আরও বৃহৎ কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের পথ দেখাবে বলে অভিমত দেন অংশগ্রহণকারীরা।

Share: