শব্দের শিখায় জ্বালিয়েছেন মিছিল,
নিপীড়িত হৃদয়ে তুলেছেন প্রশ্নের আগুন।
নির্ভীক কলমে ছিল অগ্নির ভাষা—
বলেছে বারবার, “মানুষ জাগো, আশায় বাঁধো আশা”।
‘জননী’ তার কান্না বয়ে আনে রাত্রির নিঃশব্দতায়,
‘কৃতদাস’ হাসে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে ব্যথাকে।
শোষণ যখন ছায়া বিস্তার করে—
তাঁর কাগজে আঁকে তারই প্রতিচ্ছবি।
ভাষার লড়াই থেকে রক্তমাখা যুদ্ধ—
সবটাতেই ছিল তিনি, স্পষ্ট উচ্চারণে।
লেখার খোঁপায় জড়িয়ে নেন বিদ্রোহের ফুল,
চিন্তার উত্তাপে কাঁপে সমাজের গ্লানিময় মূল।
সাতাশ বর্ষ পেরিয়েও
জেগে আছেন তিনি শব্দে, চিন্তায়, চেতনায়—
শওকত ওসমান—এক অনিবার্য দীপশিখা।
আজ তাঁর মৃত্যুবার্ষিকী—সপ্তাশে সাত,
ঝরে হৃদয় হতে অশ্রুর রাত।
সৃষ্টির দীপ্তি, সাহসের গান—
শ্রদ্ধা নিও, ওগো শওকত ওসমান!
তারিখ : ঢাকা ১৪ই মে ২০২৫ ভোর চারটা।