আইইবিতে হামলা।। প্রকৌশলী শফিকুল ইসলাম খান নিহত

ঢাকা, ১২ মে ২০২৫: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) প্রাঙ্গণে সংগঠিত এক সহিংস হামলায় নিহত হয়েছেন প্রবীণ প্রকৌশলী ও ডুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম খান (বয়স: প্রায় ৬০)। গত ১০ মে অনুষ্ঠিত “প্রকৌশলী মহাসমাবেশ”-এ অংশগ্রহণকালে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ভাবাপন্ন প্রকৌশলীদের সংগঠন “অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশ” এবং “এক্স জেসিডি বাংলাদেশ”-এর ব্যানারে আয়োজিত মহাসমাবেশ চলাকালে ‘রিজু-হাসিনের ভাড়াটিয়া সন্ত্রাসীরা’ অতর্কিতে আক্রমণ চালায় বলে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। এতে গুরুতর আহত হন প্রকৌশলী শফিকুল ইসলাম খান। প্রথমে তাঁকে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে আজ সকাল ১০টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রকৌশলী শফিকুল ইসলাম খান ছিলেন ডুয়েটের ৪র্থ ব্যাচের (রোল নং: ৮৩৩০৬) কৃতি ছাত্র। তিনি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-র সাবেক জেনারেল ম্যানেজার, জাতীয়তাবাদী ছাত্রদল ডুয়েট শাখার সাবেক আহ্বায়ক এবং এক্স জেসিডি ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

তাঁর সহকর্মীরা এই হামলার জন্য ‘রিজু-হাসিন-সাব্বির মোস্তফা-শেখ আল আমিন-চুন্নু গং’কে দায়ী করে অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, “আইইবি অবৈধ দখলমুক্ত করার আন্দোলনে প্রকৌশলী শফিকুল প্রথম শহীদ হলেন।”

মরহুমের জানাজা ১২ মে, জোহরের নামাজ শেষে কাওরান বাজার তিতাস অফিস সংলগ্ন বড় মসজিদে অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী প্রকৌশলী মহলে শোকের ছায়া নেমে এসেছে। সবাই তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক নজরে

ডুয়েটিয়ান(৪র্থ ব্যাচ-৮৩৩০৬) প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম খান-

(১) সাবেক জেনারেল ম্যানেজার, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি –

(২) সাবেক আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল,ডুয়েট –

(৩) যুগ্ম আহ্বায়ক, এক্স জেসিডি ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ

Share: