দিপু সিদ্দিকী /প্রেসওয়াচঃ
শনিবার (২ অক্টোবর) চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
সনাতন সংগঠনের নারী ইউনিটের সিনিয়র সদস্য রুপা সেনগুপ্তের সঞ্চালনায় ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার সুব্রত বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে আড়াই’শ প্যাকেট নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি অদ্যুৎ জা। এছাড়া সনাতন সংগঠনের পক্ষে ডেপুটি অ্যার্টনি জেনারেল অপূর্ব ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
এ সময় প্রতি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি আলু, এক লিটার তেল, এক কেজি মসুর ডাল, এক কেজি আটা, এক কেজি লবনের প্যাকেট বিতরণ করা হয়। ধর্মীয় ও সামাজিক সংগঠন ‘সনাতনের’ কর্মীরা এ সময় ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক বিষয় তদারকি করেন।
উপহার সামগ্রী বিতরণের আগে আলোচনা সভায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার সুব্রত বিশ্বাস বলেন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত ও করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুধু চট্টগ্রাম নয়, যেখানেই স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শাখা রয়েছে সেখানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় ‘সনাতন’ সংগঠনের মুখপাত্র রাজীব দাশ বাবু বলেন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সাথে যৌথভাবে কাজ করতে পেরে আমাদের সংগঠন সৌভাগ্যবান। ভবিষ্যতে ও যেকোনো কাজে সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেন রাজীব।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মহাব্যবস্থাপক মনিলাল দাশ উপস্থিত ছিলেন।
এছাড়া সনাতনের সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী, মহানগর কমিটির সভাপতি বিশ্বজিত সরকার সহ কর্মীরা উপস্থিত ছিলেন।