প্রেস ওয়াচ রিপোর্ট : জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, বিশ্বব্যাপী বঙ্গবন্ধু বাংলাদেশকে পরিচিত করিয়েছেন। তিনি নিপীড়িত মানুষের পক্ষে আন্দোলন ও সংগ্রাম পরিচালনার মাধ্যমে এক অপ্রতিদ্বন্দী নেতা হিসেবে বিশ্বের বুকে নিজেকে দাঁড় করিয়েছেন। তাঁর প্রচেষ্টাতেই বাংলাদেশ বিশ্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্নপ্রকাশ করে।

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এ হাদীর মৃত্যুতে জানিপপের চেয়ারম্যান ড. কলিমউল্লাহ’র গভীর শোক

এবং আলোচনার জন্য রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকীকে আহ্বান জানান। দিপু সিদ্দিকী মরহুম এডভোকেট এস এ হাদীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করে বলেন এডভোকেট এস এ হাদী ছিলেন একজন নির্মোহ নির্লোভ বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। সারাটি জীবন তিনি দেশ এবং জনগণের জন্য উৎসর্গ করে দিয়েছেন। বিলিয়ে দিয়েছেন নিজের সহায়-সম্পদ। বিনিময়ে মানুষের ভালোবাসা ছাড়া তার ভাগ্যে কিছুই জোটেনি কিন্তু এতে তার কোন আক্ষেপ ছিল না । তিনি ক্ষমতা এবং ভোগবিলাসী রাজনীতির আদর্শের লোকজনদের এড়িয়ে চলতেন । বঙ্গবন্ধুকে ধারণ করেই সারাটি জীবন কাটিয়ে দিয়েছেন । এজন্য তাকে অনেক কিছু ছাড় দিতে হয়েছে। কিন্তু তিনি বঙ্গবন্ধুর আদর্শের উপর দাঁড়িয়ে ছিলেন। আদর্শের প্রশ্নে কোন আপোষ করেননি । তার এই আবেগ এবং আপোষহীন সংগ্রামী জীবন ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে দূরে থাকলেও তিনি মানুষের হৃদয়ে পৌছতে পেরেছিলেন। নরসিংদীতে তথা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের একজন জনপ্রিয় জননেতায় পরিণত হয়েছিলেন। দিপু সিদ্দিকী মরহুম এডভোকেট এস এ হাদীর রুহের মাগফিরাত কামনা করে নতুন প্রজন্মকে তার এই ত্যগে মহিমান্তিত জীবনকে অনুসরণ করার আহবান জানান ।