প্রেসওয়াচ রিপোর্টঃ জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, বঙ্গবন্ধুর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সাল পর্যন্ত সকল সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান ছিলো অতুলনীয়।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা ‘র সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সাংবাদিক দিপু সিদ্দিকী । তিনি বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জনাব রফিকুল ইসলাম রলি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মাদক নির্মূলে অবদান তুলে ধরেন।
কুমিল্লার আতাকরা কলেজের প্রভাষক মোঃ কামাল উদ্দিন বলেন, ইতিহাসে বঙ্গবন্ধুই একমাত্র নেতা ছিলেন যার কথা অক্ষরে অক্ষরে এ জাতি পালন করেছে।
চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব মোফাচ্ছেল হোসেন খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এছাড়াও আজকের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার জনাব আফসানা করিম, ও গবেষক মোঃ খোরশেদ আলম।
আজকের আলোচনায় আরোও উপস্থিত ছিলেন দিনাজপুর থেকে জনাব গোলাম মুর্শিদ, ও যশোর থেকে গবেষক নাজমুল হক শ্রেয়াস।