প্রেস ওয়াচ রিপোর্টঃ জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন,বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করেছিলেন।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টা থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাল্টা আওয়ামী লীগের সভাপতি জনাব মশিয়ার রহমান। তিনি বলেন, দেশে প্রকৃত আওয়ামী লীগের নেতা কর্মীর বড়ই অভাব। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আওয়ামী লীগের ছায়াতলে আসতে হবে।
সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও লন্ডন বঙ্গবন্ধু স্থাপত্যের প্রতিষ্ঠাতা জনাব আফসার খান সাদেক। তিনি বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করেন। জনাব খানের উদ্যোগেই যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিত হয়। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্ব বরেণ্য নেতা।
সভায় মূখ্য আলোচক হিসেবে ভারত থেকে সংযুক্ত ছিলেন বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব, কলামিস্ট ও গবেষক জনাব পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন ধর্মনিরপেক্ষ ও উদার গণতান্ত্রিক ব্যক্তিত্ব।
সোমবার, ৬ সেপ্টেম্বর মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত জানিপপ-এর আলোচনা সভা।প্রেস ওয়াচ ।
কুমিল্লার আতাকরা কলেজের প্রভাষক মোঃ কামাল উদ্দিন বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম। কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব মোফাচ্ছেল হোসেন খান বলেন, জাতিকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে চলতে হবে। এছাড়াও আজকের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার জনাব আফসানা করিম, সময়ের আলো পত্রিকার সাংবাদিক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জুয়েল, বিইউপি-এর সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধু গবেষক এম এম আসাদুজ্জামান নূর, জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার, দৈনিক কুষ্টিয়া পত্রিকার সাংবাদিক হুমায়ূন কবির, লেখক, ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা ‘র সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব দিপু সিদ্দিকী , এবং যশোর থেকে গবেষক নাজমুল হক শ্রেয়াস।
আলোচনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব গোলাম মুর্শিদ।
সোমবার, সেপ্টেম্বর ০৬, ২০২১ খ্রি, তারিখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।