প্রেস ওয়াচ ডেস্কঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ শামীম (৩২) নামে অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পর শামীমের সহযোগী আনোয়ার (৩০) পলাতক রয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে আড়াইহাজার থানায় ওই দুই জনকে আসামি করে রবিবার দিবাগত রাতে মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, গ্রেফতার শামীম দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিল। গত ২৫ আগস্ট ওই গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। রাতে শামীম বসতঘরের বাথরুমের পাশে আগ থেকেই লুকিয়ে ছিল। গৃহবধূ বাথরুমে ঢোকার সঙ্গে সঙ্গে তাকে পেছন দিক থেকে মুখ চেপে ধরে। একপর্যায়ে বাথরুমের ভেতরেই তাকে ধর্ষণ করে। এ সময় বাইরে দাঁড়িয়ে পাহারায় ছিল শামীমের সহযোগী আনোয়ার। এর কিছুক্ষণ পর গৃহবধূর স্বামী বাড়িতে এলে তারা পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি জানান, এ ঘটনায় পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। ধর্ষণের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।