তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-এর (আইএস) হামলা ঠেকানোর চেষ্টা অব্যাহত রাখবেন তারা। এছাড়া তিনি আশা প্রকাশ করেন বিদেশি বাহিনী একবার আফগানিস্তান ছেড়ে গেলে এই ধরণের হামলা বন্ধ হয়ে যাবে।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আমরা আশা করি যেসব আফগান আইএস দ্বারা অনুপ্রাণিত হয়েছে তারা নিজ দেশে বিদেশিদের অনুপস্থিতিতে ইসলামিক সরকার গঠন হতে দেখার পর তাদের অভিযান ছেড়ে দেবে।’ তিনি বলেন, ‘যদি তারা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে আর হামলা চালাতে থাকে তাহলে ইসলামিক সরকার… আমরা তাদের দেখে নেবো।’
গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে দেড় শতাধিক মানুষের প্রাণ কেড়ে নেওয়া আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএস। ওই হামলায় নিহত হয় ১৩ মার্কিন সেনা। এর জবাবে গত কয়েক দিনে আইএসের অবস্থানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
রবিবার যুক্তরাষ্ট্রের তরফে দাবি করা হয়, বিমানবন্দরে হামলা চালাতে যাওয়া আইএস সংশ্লিষ্ট একটি যানবাহনে ড্রোন হামলা চালানো হয়েছে। ওই ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েক জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।
মার্কিন ড্রোন হামলা প্রসঙ্গে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘তাদের এই ধরনের হামলা চালানোর কোনও অনুমতি নেই… আমাদের স্বাধীনতাকে অবশ্যই সম্মান দেখাতে হবে।’
তালেবান মুখপাত্র জানান, সর্বশেষ মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার আগ পর্যন্ত তালেবান সরকার গঠনের ঘোষণা দেওয়া হবে না। জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘সরকার ঘোষণা করা জরুরি কিন্তু এর জন্য বহু ধৈর্য্য দরকার। সরকার গঠন নিয়ে আমরা দায়িত্বশীলতার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এই ইস্যুতে আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে।’