কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

প্রেসওয়াচ রিপোর্টঃ করোনাকালে লাশ দাফনসহ মানবিক কাজ করে দেশব্যাপী আলোচিত নারায়ণগঞ্জ সিটি কররপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা আবেদন করেছেন এক নারী। এর আগেও ওই নারী নিজেকে খোরশেদের স্ত্রী দাবি করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা করেছিলেন। ওই মামলায় খোরশেদ কয়েকদিন আগে উচ্চ আদালত থেকে জামিন পান।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে মামলাটি করেন। শুনানি শেষে বিচারক  তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ওই আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ জানান, আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। মামলার একমাত্র আসামি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। আদালত মামলাটি বিবেচনায় নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তবে কাউন্সিলর খোরশেদ দাবি করেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন। এগুলো এরই বহির্প্রকাশ। তিনি আইনিভাবেই মোকাবিলা করার কথা জানান।

মা/হ

Share: