বঙ্গবন্ধুর সংবেদনশীলতা ছিল অতুলনীয়: ড.কলিমউল্লাহ 

প্রেস ওয়াচ রিপোর্ট: শনিবার, সন্ধ্যায় মুজিব শতবর্ষ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০২তম জন্মদিন উপলক্ষ্যে জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে এক বিশেষ সেমিনারের ৩৭৫তম পর্ব অনুষ্ঠিত হয়।

জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে নেপাল থেকে সংযুক্ত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.জেবউননেসা এবং গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস চ্যাম্পিয়ন ও অনারারি প্রফেসর আবদুস সাত্তার দুলাল, রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি আর্জিনা খানম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম তানভীর আহমেদ।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, বগুড়া থেকে রুরাল ডেভেলপমেন্ট একাডেমীর উপ-পরিচালক মোঃ মাজহারুল আনোয়ার, গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ইন্সটিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজ’র অধীনে পিএইচডি গবেষণারত প্রশান্ত কুমার সরকার, সিটিজেন বাংলা ডট কম পত্রিকার সম্পাদক মোশফিক কাজল, নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতিমা-তুজ- জোহরা ও যশোর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নূর এ আলম জাহিদ

এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন ইন্টারন্যাশনাল রবীন্দ্র রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক ফারহানা আক্তার।

সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংবেদনশীলতা ছিল অতুলনীয়।

আব্দুস সাত্তার দুলাল বলেন, বঙ্গবন্ধু খুব মানবিক এবং ক্ষমাশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি পাকিস্তানের শোষণ, নিপীড়ন ও নির্যাতনের কথা স্মৃতিতে রেখেও বলেছেন, পাকিস্তানের প্রতি আমাদের কোন আক্রোশ নেই। এমনকি বন্ধুত্ব হতেও বাঁধা নেই। বাঙালি জাতির শ্রেষ্ঠ মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর প্রতিটি বক্তৃতায় উপদেশ এবং সতর্ক বাণী প্রচার করেছেন। দেশপ্রেম ও মূল্যবোধ জাগ্রত করাসহ দুর্নীতির বিরুদ্ধে সদা সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন,বঙ্গবন্ধু আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। তাঁকে মনে প্রাণে অনুসরণ করা এখন সময়ের দাবি।

এসএম তানভীর আহমেদ বলেন,নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে জানিপপ দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে।

 

গবেষক ফারহানা আক্তার, ‘নতুন প্রজন্মের চোখে বাংলাদেশ’ শীর্ষক ধারাবাহিক বক্তৃতার প্রথম পর্ব উপস্থাপন করেন।

তিনি তার বক্তব্যে, স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রজন্মকে পাঁচটি স্তরে এবং স্বাধীনতা পূর্ব প্রজন্মকে তিনটি স্তরে ভাগ করে আলোচনা করেন। তিনি বলেন, এ দেশের প্রতিটি নাগরিকের অর্জন এদেশের সম্পদ। তাদের অর্জন গৌরবের এবং সম্মানের।একটি সুষম ও জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সকল প্রজন্মকে নিয়ে ভাবতে হবে।

মোশফিক কাজল ,বঙ্গবন্ধু চর্চার সান্ধ্যকালীন আয়োজন অব্যাহত রাখার জন্য জানিপপ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সেমিনারটি সঞ্চালনা করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী। সেমিনারে অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন, চাঁদপুরের কচুয়া থেকে ফরহাদ চৌধুরী, রাজশাহী থেকে ড.মনোয়ার ও লিও জান্নাতুল ফেরদৌস তিথি।

Share: