sc

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে মোহাম্মদপুর এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ভবনে এ ঘটনা ঘটে। তিনি ওই বিদ্যালয়ের এ-লেভেলের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সূত্র ধরে পুলিশ জানায়, কিছু দিন থেকে তাকে বাড়িতে চুপচাপ থাকতে দেখা যায়। কিন্তু কি কারণে এমন দুর্ঘটনা ঘটে তা পরিবারের কেউ জানে না।

মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বেলা সোয়া ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাফ দিয়ে পড়ে সে আত্মহত্যা করেছে। শিক্ষার্থীর সঙ্গে তার পরিবারের নানা বিষয়ে মনোমালিন্য হয়ে আসছিল। এ কারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে পরিবারের সদস্যরাও ধারণা করছেন।

আরও পড়ুন: নামাজরত অবস্থায় মাথায় ফ্যান পড়ে শিক্ষকের মৃত্যু

ওসি আরও জানান, কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিনা বা তাকে আত্মহত্যা করতে ইন্ধন দিয়েছে কিনা সে বিষয়টিও তদন্ত করে দেখা হবে।