moni

টানা বৃষ্টিতে বৃহস্পতিবার (৩০ জুন) ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে ভারতের মণিপুরে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই মিলছে মরদেহ। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। হতাহতদের মধ্যে বেশিরভাগই সেনাসদস্য। খবর এনডিটিভির।

ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মি ও সেন্ট্রাল ডিজাস্টার ফোর্স ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং শুক্রবার (১ জুলাই) দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নিহতের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি ও আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেন।

আরও পড়ুন: ভারতে ভূমিধসে মৃত্যু ১৮

এদিকে শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় জানান, তার রাজ্যের ৯ জন জওয়ান মণিপুরে ভূমিধসে মারা গেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অন্যদিকে ভারতের আরেক রাজ্য আসামের বন্যা পরিস্থিতিরও খুব একটা উন্নতি হয়নি। এখনো রাজ্যের ৩০ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় দিন পার করছেন। ঘরবাড়ি ভেসে যাওয়ায় অনেকেই দিন কাটাচ্ছেন নৌকায়। আসামে সবচেয়ে খারাপ অবস্থা শিলচরের বাসিন্দাদের। পানি নামার কোনো লক্ষণই নেই সেখানে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের অভিযোগ বন্যার্তদের।