re

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগে এলাকার ব্যবসায়ী মকবুল আহমেদ মত্যৃর পর তার স্ত্রীর অর্থ ও সম্পত্তি আত্মসাতের চেষ্টায় ছোট ভাই-বোনেরা মিলে বড় দুই ভাইকে মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ঢাকা নিবাসী হাজারীবাগ থানায় অবস্থিত মোসা:মাবিয়া(৬৪)ওনার চার ছেলে চার মেয়ে। এখন ওনি তার দুই সন্তানের বিরুদ্ধে চুরির মিথ্যা মামলা করেছেন। ২০০৪ সালে স্বামী মৃত মকবুল আহমেদের পরলোকগমন করলে মোছা মাবিয়াকে তার অন্যান্য সন্তানরা প্ররোচনা করে তার দুই ছেলে হানিফ ও ফারুককে জমি থেকে তাদের নাম বাদ দিয়ে কিভাবে নিজেদের করা যায় সে জন্য বিভিন্ন পরিকল্পনা করতে থাকে তার অংশ হিসেবে ভাই বোনের নিজের বৃদ্ধ মাকে দিয়ে দুই ছেলের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলার নাটক সাজায়। মামলার তথ্য থেকে জানা যায়, মাবিয়া বেগম বাদী হয়ে মামলায় উল্লেখ, করেন ওনার দুই ছেলে মাদকাসক্ত এবং ওনার বাসা থেকে ২০০০০ টাকা চুরি করেছে।

জানা যায়, বড় ছেলে হানিফ(৪৭) ও দ্বিতীয় ছেলে মোঃ ফারুক(২৮) নামে মামলা দেওয়াতে এর মধ্যে চরম ক্ষোভ প্রকাশ করছে এলাকাবাসী। এই মিথ্যা মামলায় দুই ছেলে হানিফ ও ফারুক ১২ দিন ধরে বিনা অপরাধে জেল খাটছে। ওনার একমাত্র উদ্দেশ্য দুই সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করা সাথে তার বাকি ছেলেমেয়েরা এই ষড়যন্ত্রে লিপ্ত। এই বিষয়ে জানতে চাইলে মামলার বাদী মাবিয়া বলেন, এটা পারিবারিক বিষয়, নিউজের দরকার নাই, ওনার ছেলেরা নেশা করে কিনা? জিজ্ঞেস করলে প্রথমে করে না, পরে বলে করে না করলে মামলা করছি। আসামীর স্ত্রী বলেন, শুধু মাত্র সম্পদের জন্য ওনার বাকী সন্তানদের কথায় এই মিথ্যা মামলা আরও একটা বিষয় আমার দেবর ফারুক পরিবারের অমতে বিয়ে করে আর ঐ বিয়েতে আমার স্বামী ফারুকের পক্ষে থাকায় এই নির্যাতন। আমি ন্যায় বিচার চাই সরকারের কোন বাহিনী দিয়ে নিরপেক্ষ তদন্ত করা হোক। এই মামলার ৪র্থ সাক্ষী ইব্রাহিম বলেন, তাদের পরিবারে দীর্ঘদিনের পারিবারিক ঝামেলা চলতেছে। হানিফ ও ফারুক ভালো মানুষ দুজনেই চাকরি করে, আমি এই মামলার বিষয়ে কিছুই জানিনা আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না। আমি আদালতে মিথ্যা সাক্ষী দিতে পারব না।