ইতালিতে বাংলাদেশি দোকানে ডাকাতি, ৯ লাখ টাকা ছিনতাই

বায়াজিদঃ ইতালির রাজধানী রোমে একটি বাংলাদেশি দোকানে দিনের আলোতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময়ে ৯ হাজার ইউরো ছিনিয়ে নেওয়া হয়েছে।

চারপাশে আতঙ্ক ছড়াতে ২ রাউন্ড গুলি বর্ষণ করেছে ডাকাতেরা। ইতালিতে ফিনিক্কি নামে পরিচিত বিভিন্ন জিনিসপত্র বিক্রির দোকানটি ছিল ব্যবসায়ী বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এডভোকেট আনিসুজ্জামান আনিস। তার দেশের বাড়ি বরিশাল জেলায়।

বুধবার (১ জুন) স্থানীয় সময় বিকেল ৫ টায় মোট ৯ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা, ডাকাতি করে নিয়ে যায়।

ঘটনার পরপরই ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ এসে এলাকাটিতে তল্লাশি চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত টাকা উদ্ধার হয়নি। সম্পূর্ণ ঘটনাটি সিসিটিভিতে রেকর্ড হয়েছে।

সম্প্রতি ইতালির বিভিন্ন শহরে বাংলাদেশি প্রবাসী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে ইতালির ভেনিসে বাংলাদেশি প্রবাসীরা রাজপথে প্রতিবাদ মিছিল করেছে গত রবিবার (২৯ মে)। এ প্রতিবাদের তিন দিনের মধ্যে ফের আবার ডাকাতি হয়েছে।

Share: