এদিকে অতি বৃষ্টির কারণে জেলার বিভিন্ন উপজেলার নিচু জমিগুলো পানিতে তলিয়ে গেছে। এতে বাধ্য হয়েই সময়ের আগেই ধান কাটতে হচ্ছে বলে জানান কৃষকরা।
কৃষি শ্রমিক শরিফুল, আজম, রবিউল, আলম বলেন, অতিরিক্তি বৃষ্টির কারণে আমাদের কিছু নিচু জমির ধান তলিয়ে গেছে। বৃষ্টিতে তলিয়ে না গেলে এই ধান আরও ৫/৬ দিন পর আমরা কাটতাম। তলিয়ে যাওয়ার কারণে অতিরিক্ত ধান পাওয়ার আশা তো করছি না উপরন্তু অর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ এ সময় কৃষকরা সবাই ভিন্ন ভিন্ন জমির ধান কাটা কাজে চুক্তিবদ্ধ হয়ে আছেন। ফলে আগাম ধান কাটতে আমাদের অতিরিক্ত শ্রমিক মজুরি দিতে হচ্ছে।
আরও পড়ুন: নওগাঁয় বৃষ্টিতে তলিয়ে গেছে দেড় হাজার বিঘার ধান
উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিব আবেদীন হিরু বলেন, এবারে নীলফামারীতে বোরোর বাম্পার ফলন হয়েছে। দামও ভালো পাচ্ছিলেন কৃষকরা। তবে হঠাৎ করে গত তিন দিনের হালকা ও ভারি বৃষ্টিপাতের কারণে নিচু কিছু জমির ধান তলিয়ে গেছে। আমরা সরাসরি মাঠে গিয়ে এ ব্যাপারে কৃষকদের পরামর্শ দিচ্ছি নালা কেটে জমির পানি বের করে দেওয়ার। আবার দ্রুত জমির ধান কেটে নেওয়ার পরামর্শ দিচ্ছি। যে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তা অন্য জমি থেকে পুষিয়ে নিতে পারবে কৃষকরা।