bo

শুক্রবার (৮ এপ্রিল) সকালে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। এরপর দুপুর ১২টার দিকে মাহেনুর বেগম ও তার মেয়ে নাসরিন বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়। সেই সঙ্গে নিখোঁজ ৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।

বিষয়‌টি জানিয়েছেন মে‌হে‌ন্দিগঞ্জ থানা পু‌লি‌শের প‌রিদর্শক মো. শ‌হিদুজ্জামান।

আরও পড়ুন: ‘বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা বিষয়ে সিদ্ধান্ত হয়নি’

তি‌নি ব‌লেন, মা‌ঝেরচর থে‌কে দ‌ড়িরচর খাজু‌রিয়া ইউনিয়‌নে এক আত্মীয়ের জানাজায় যাওয়ার প‌থে ২৫ জন যাত্রী নি‌য়ে গজা‌রিয়া নদী‌তে ট্রলার‌টি ডু‌বে যায়। এ সময় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া এখনো তিনজন নিখোঁজ র‌য়ে‌ছেন। তা‌দের উদ্ধা‌রে কাজ চল‌ছে।