kkkk

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম সময় নিউজকে জানান, যে দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সেটি মূলত একটি রেডিমেট কাপড় তৈরির দোকান। আগুনে দোকানের বেশকিছু মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাস্তা ফাঁকা থাকায় অগ্নিনির্বাপন কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে। তাই আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।