uc

বেলারুশকে নিয়ে ১০ দিনের মহড়ার অংশ হিসেবে সীমান্তে নিয়মিত অনুশীলন করছে রুশ সেনারা। বেলারুশের সামরিক বাহিনী প্রকাশিত এই ভিডিওতে মহড়ার কথা বলা হলেও মার্কিন গোয়েন্দাদের দাবি, এরইমধ্যে ইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে রুশ সেনারা।

পশ্চিমা দেশের গোয়েন্দারা বলছেন, যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া। ইউক্রেনে হামলার সম্ভাব্য তিনটি স্থানের কথা জানিয়েছেন তারা। গোয়েন্দাদের দাবি, রাশিয়ার দখল করা ক্রিমিয়ার দক্ষিণভাগ, দুই দেশের সীমান্তবর্তী রুশ ভাগ ও বেলারুশের উত্তর ভাগ থেকে হামলা চালাতে পারে পুতিনের সেনারা। আর এই তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলে তীক্ষ্ণ নজর রাখার কথা জানিয়েছে ন্যাটো ও তার মিত্ররা।

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া নিয়ে আট প্রশ্নের বিশ্লেষণ

ইউক্রেনে হামলার লক্ষ্যে এরইমধ্যে সম্ভাব্য তিনটি স্থানে ব্যাপক সেনা সমাবেশের পাশাপাশি রণসরঞ্জাম মোতায়েন ও সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। হামলার দিনক্ষণও নির্দিষ্ট করে বলা শুরু করেছে পশ্চিমের বিভিন্ন গণমাধ্যম।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোও সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করেছে।

তবে ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা বরাবরের মতো অস্বীকার করেছে ক্রেমলিন। ন্যাটোর আধিপত্য ঠেকাতেই সীমান্তে সামরিক মহড়া চালানো হচ্ছে বলেও দাবি তাদের।