sha

কোনো উপসর্গ ছাড়াই তিনি ভালো ও সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে সংসদ ভবনের সরকারি বাসভবনে বিশ্রামে রয়েছেন তিনি।

সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য শনিবার (১৫ জানুয়ারি) করোনা পরীক্ষা করালে ওইদিন বিকেলে তার রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক সুস্থতার পাশাপাশি তার মনোবল অটুট রয়েছে।

আরও পড়ুন: রংপুরে ভবন নির্মাণ: ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

এদিকে সংবাদমাধ্যমকে তিনি বলেন, করোনা আক্রান্ত হলেও আমি সুস্থ আছি। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।