cap

ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্র বলছে, এসকেএফ, স্কয়ার, বেক্সিমকো, রেনেটা, ইনসেপ্টা, বিকনসহ ৮ থেকে ১০টি প্রতিষ্ঠান এই ওষুধ উৎপাদনের অনুমোদন চেয়ে আবেদন করেছে। খুব শিগগির তাদের ‘রেসিপি’ অনুমোদন দেওয়া হবে।

রেসিপি অনুমোদনের পর ওষুধ কোম্পানিগুলো নিজেরা ওষুধ তৈরি করে ঔষধ প্রশাসন অধিদপ্তরে জমা দেবে। অধিদপ্তর সেটি পরীক্ষা করে দেখবে এবং সব ঠিক থাকলে ‘মলনুপিরাভির’ উৎপাদন ও বাজারজাত এবং ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন : এক সপ্তাহে করোনায় মৃতদের বেশিরভাগই টিকা নেননি

প্রসঙ্গত, করোনার চিকিৎসায় এতদিন নির্দিষ্ট কোনো ওষুধ ছিল না। মাত্র চারদিন আগে যুক্তরাজ্য সরকার ওষুধটি সে দেশে ব্যবহারের অনুমতি দিয়েছে। এই ওষুধ সেবন করলে করোনায় আক্রান্তদের মৃত্যুর হার কমবে বলে ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত হয়েছে। করোনায় আক্রান্তদের দিনে দুইবার এই ওষুধ খেতে দেওয়া হচ্ছে।

নতুন এই ওষুধ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানি মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিক।