pm

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এসব তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কপ-২৬ শীর্ষ বৈঠকে অংশগ্রহণের জন্য আগামী ৩১ অক্টোবর গ্লাসগোর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) প্রেসিডেন্ট হিসেবে সেখানে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়া সাইডলাইনে কপ ২৬-সিভিএফের একটি বৈঠক হওয়ারও সম্ভাবনা আছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরপর লন্ডন যাবে প্রধানমন্ত্রী। আমরা চেষ্টা করছি সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় একটি বৈঠকের জন্য। এ নিয়ে কাজ হচ্ছে।

আরও পড়ুন : কুমিল্লার ঘটনায় জড়িতদের অবশ্যই খুঁজে বের করা হবে: প্রধানমন্ত্রী

তিনি বলেন, বঙ্গবন্ধু ক্রিয়েটিভ পুরস্কার’ প্রদানের জন্য লন্ডন থেকে সরাসরি প্যারিসে যাবেন প্রধানমন্ত্রী।

মোমেন বলেন, আমরা চাই এই পুরস্কার প্রধানমন্ত্রী নিজ হাতে দিক।

এ বছরের পুরস্কার কে বা কারা পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি আমরা জানি না। ইউনেস্কোর একটি নিরপেক্ষ কমিটি ঠিক করবে কে পুরস্কার পাবেন।