bd flag

২০৩৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বৃহৎ ২৫টি অর্থনীতির দেশের মধ্যে একটি হবে বাংলাদেশ। বুধবার (২৯ ডিসেম্বর) এ আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাণিজ্য ডেস্ক
১ মিনিটে পড়ুন

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত ‘বণিকবার্তা দ্বিতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২১’ এর মূল প্রবন্ধ উপস্থাপনায় এ কথা বলেছেন ফজলে কবির।

এসময় তিনি বলেছেন, বিশ্বের শীর্ষ ৪১তম বড় অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে আগামী ২০৩৫ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, দেশের প্রবৃদ্ধি বাড়লেও সামনের দিনগুলোতে আমাদের অর্থনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে ভূমিকা পালন করেছে কেন্দ্রীয় ব্যাংক। করোনা মহামারির কারণে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে, নতুন করে দারিদ্র্যসীমা বেড়েছে।

আরও পড়ুন: ১৪ বছরের মধ্যে ২৪তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ

তিনি আরও বলেছেন, আশার দিক হল করোনায় বিশ্বের অন্য সব দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি তেমন একটা বিপর্যস্ত হয়নি। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে অর্থনৈতিক নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ড. সালেহউদ্দিন আহমেদ, ড. আতিউর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।