sylh

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

ইমরান খান জানান, উসকানিমূলক ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে অপপ্রচার চালানোর সাথে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের সাইবার নজরদারি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশে গুজব ছড়ানো ও উসকানিদাতাদের বিরুদ্ধে র‍্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সচেষ্ট থাকবে।

আরও পড়ুন : ‘অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে’

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর কুমিল্লার একটি পূজামণ্ডপে এবং পরবর্তীতে দেশের কয়েকটি জেলার পূজামণ্ডপে নাশকতা চালানো হয়। এর মধ্যে ১৫ অক্টোবর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি মন্দিরে হামলা চালানো হয়। এরপর ১৭ অক্টোবর রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ার হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।