in

দিপু সিদ্দিকীঃ

ভারতের সেরাম থেকে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। কিন্তু এর মধ্যে মাত্র ৭০ লাখ টিকা সরবরাহ করা হয়েছে। বাকি টিকা কবে আসবে সেটি এখনও অনিশ্চিত। কারণ ভারতের চাহিদা সম্পূর্ণ মিটে যাওয়ার পরেই কেবল দেশটি পুনরায় টিকা রফতানি করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের রাষ্ট্রদূত বলেন, ‘ভারতের সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়ার এটি একটি অংশ। ভারতে মহামারির প্রকোপ কমার ফলে আমাদের সক্ষমতা বাড়ছে। আমাদের চাহিদা মেটাতে সক্ষম হলে আমরা উদ্বৃত্ত সামগ্রী অন্য দেশে পাঠাচ্ছি। এ কারণে অক্সিজেন এবং অন্যান্য মেডিক্যাল সামগ্রী দিতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, ‘একইভাবে ভ্যাকসিনের ক্ষেত্রে যখন আমাদের চাহিদা সম্পূর্ণ মিটে যাবে, তখন আমরা রফতানি শুরু করবো। আমরা বলিনি যে টিকা দেবো না, কিন্তু ভারতের সমস্যা মিটে যাওয়ার পরে সরবরাহ শুরু করবো। যত দ্রুত সম্ভব রফতানি শুরু করা হবে।’