Main Menu

মৃদু ভূমিকম্পে ভূমিকম্পে কাঁপলো ঢাকা

হঠাৎ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী শহর। শনিবার (১০ অক্টোবর) রাত ১১টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। কম্পনের পর তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানান, ভারতে মূল কম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মইরাং নামক স্থান। যা বাংলাদেশ থেকে ৪০৫ কিলোমিটার দূরে। আমাদের কম্পন অনুভূত হয়েছে মাত্র ১৫ সেকেন্ড। এটি মৃদু মাত্রার কম্পন।

এর আগে, ২৫ মে সর্বশেষ বাংলাদেশে ভূমিকম্প অনূভুত হয়। ওইদিন মাত্রা ছিল ৫ দশমিক ১। উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর।

এদিকে ভারতে গত কয়েকদিন ধরেই মৃদু ভূমিকম্প হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো থেকে জানা যায়, গত বৃহস্পতি, শুক্র এবং আজ শনিবার দেশটি ভূমিকম্পে কেঁপে ওঠে। এদিন ভারতের স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে মৃদু কম্পন অনুভূত হয় মিজোরামে। একই দিনে মহারাষ্ট্রেও কম্পন অনুভূত হয়েছে।


Related News