বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে

প্যারিস, ৪ আগস্ট, ২০২০ (প্রেসওয়াচ ডেস্ক) : চীনে গত ডিসেম্বরের শেষের দিকে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী এ মহামারি ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে সোমবার ৬ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানায়। খবর সিনহুয়ার।
সিএসএসই’র পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৮১ লাখ ৯ হাজার ৯০১ জনে দাঁড়িয়েছে। এদিকে স্থানীয় সময় সকাল ৯টা ৩৪ মিনিটে (গ্রীনিচ মান সময় ১৩৩৪টা) বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ৯০ হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে।
এদিকে করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪৬ লাখ ৬৮ হাজার ৪০৬ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৫৪ হাজার ৮৬১ জনে দাঁড়িয়েছে। এদিক থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে থাকা ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে
২৭ লাখ ৩৩ হাজার ৬৭৭ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ৯৪ হাজার ১০৪ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যাওয়া অন্য দেশগুলোর মধ্যে মেক্সিকো, ব্রিটেন, ভারত, ইতালি ও ফ্রান্স রয়েছে।

Share: