আগস্ট এলেই মনে পড়ে যায় – নজরুল ইসলাম

আগস্ট এলেই মনে পড়ে যায়
                   — নজরুল ইসলাম

আগস্ট এলেই মনে পড়ে যায়,

মোয়াজ্জিনের সুললিত আজান

ধ্বনিকে স্তব্দ করে,

ঘাতকের বুলেট আর মর্টারের সুতীব্র গর্জন।

সুবহে সাদেকের পবিত্রতম আলো

আধারির মোহময়তা,

আগুনের লেলিহান শিখায় প্রজ্বলিত অসহায় রোদন।

আগস্ট এলেই মনে পড়ে যায়,

পঞ্চান্ন হাজার বর্গ মাইলের সবুজ জমিতে যার দীপ্ত পদচারনা,

চৈতন্যে কৃষক মজুর আবাল বৃদ্ধ বনিতার স্বপ্নের কথামালা।

জলদ গম্ভীর স্বরে উচ্চারিত শানিত শব্দের ঢেউ মননে মেধায়,

হৃদয়ের তন্ত্রীতে দেয় দোলা।

আগস্ট এলেই মনে পড়ে যায়,

পুতুল খেলা গাল ফুলানো সেই বালিকার কথা

অজান্তেই হয়ে যায় আটপৌরে গৃহিণী কঠিন বাস্তবতায়।

‘ যদি প্যারোলে মুক্তি নাও আগরতলা মামলায়,

আমার মরা মুখ দেখবা’ সুদৃঢ় উচ্চারণ অবলীলায়।

আগস্ট এলেই মনে পড়ে যায় নব পরিণীতা বধূর মেহেদী রাঙানো লাজুক হাত,

নব স্বপ্নে বিভোর,পৃথিবী দেখার স্বপ্নিল বাসনা।

ঘাতকের তীব্র বুলেটের জিঘাংসা ধ্বনিতে পুড়ে ছারখার,

বন পোড়া হরিণীর এদিক সেদিক ছোটাছুটি , তীব্র যাতনা।

আগস্ট এলেই মনে পড়ে যায় সেই বালকের কথা,

সবে মাত্র পৃথিবীর রূপ রস গন্ধে বিভোর,

দেখে ধানমন্ডি লেকে আলো আর ছায়ার রুপালী নাচন।

বাঁচার আকুতিতে ঘাতকের হাত আঁকড়ে ধরে করেছিল অনুনয়,

কারবালার সীমারের কঠিন হাত দিয়েছিল ধাতব সমাপন।

উদ্যত ঘাতকের ক্রুর চীৎকার মনে পড়ে যায় কারবালার মাতম অহরহ বুকের সীমানায়।

 

নজরুল ইসলামঃ কবি, রাজনীতিবিদ ।

Share: