kh

শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরিরুটে পণ্যবাহী যানবাহন পরীক্ষামূলকভাবে চলাচল করবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার (১ আগস্ট) মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। সন্ধ্যায় মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।
পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক ভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।