বিএনপির রুমিন ফারহানার প্রার্থিতা বৈধ ঘোষণা

অনলাইন ডেস্কঃ সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. আবুল কাসেম মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।এর আগে দলের সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয় বিএনপি। সোমবার দুপুরে নির্বাচন কমিশনে গিয়ে তিনি দলীয় মনোনয়ন জমা দেন।

গত বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বিএনপির একটি নারী আসনের জন্য তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২০ মে । মনোনয়নপত্র বাছাই হয় ২১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে এবং ভোট ১৬ জুন।

আগামী ১৬ জুন পদটিতে ভোট হওয়ার কথা থাকলেও একক প্রার্থী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৮ মে’তেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত হবেন ব্যারিস্টার রুমিন ফারহানা

Share: