নারী কর্মীকে দিয়ে শরীর ম্যাসেজ, রেলের সাব-ইন্সপেক্টর বরখাস্ত

অনলাইন ডেস্ক: রেলে কর্মরত এক অধস্তন নারীকে দিয়ে শরীর ম্যাসেজ করানোর অভিযোগ ওঠেছে স্টেশন সাব-ইন্সপেক্টর এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বালুর ঘাট রেল স্টেশনে। গত শুক্রবার ওই ঘটনার পর ভিডিও স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর বরখাস্ত করা হয়েছে রেলের সাব-ইন্সপেক্টর সুকুমার অধিকারীকে।ওই সাব-ইন্সপেক্টরের পা নিন্নি সাহা নামে এনভিএফ এর এক নারী কর্মী ম্যাসেজ করে দেন। ওই ঘটনার ভিডিও ধারণ করেন বরুনচন্দ্র মণ্ডল নামে এক এএসআই। সেই ভিডিও নিয়ে পরে স্যোসাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। এরপরই তাকে প্রথমে শিলিগুড়িতে ক্লোজ ও পরে বরখাস্ত করা হয় বলে জানান রেলের অফিসার ইন-চার্জ প্রদীপ কর্মকার।
এনভিএফ কর্মী নিন্নি সাহা গত ২ বছর ধরে বালুরঘাট স্টেশনে রয়েছেন। কিন্তু তার গতিবিধি ভালো নয় বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে স্টেশনে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেন বলে অনেকে অভিযোগ করেন। সূত্র : জি নিউজ, ইত্তেফাক
Related News

সিরিয়ায় রক্তপাত ‘বন্ধ’ করুন : সিরিয়া ও রাশিয়াকে ট্রাম্প
ওয়াশিংটন, (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সিরিয়ার ইদলিবে বোমা ও গোলা বর্ষণRead More

ভার্জিনিয়ায় সরকারি ভবনে বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত
ওয়াশিংটন, (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে শুক্রবার একটি সরকারি ভবন প্রাঙ্গণে পৌরসভার এক কর্মীRead More