বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার ও প্রদর্শনের সুপারিশ

(বাসস) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার ও প্রদর্শনের সুপারিশ করা হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, এ বি তাজুল ইসলাম এবং কাজী ফিরোজ রশীদ সভায় অংশগ্রহণ করেন।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটে মুক্তিযোদ্ধাদের জন্য নতুন মার্কেট করা হবে, যেখানে মুক্তিযোদ্ধাদের নামমাত্র মূল্যে দোকান বরাদ্ধ দেয়া হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন
Related News

কচুয়ায় ড. মুনতাসীর মামুনের মায়ের দাফন সম্পন্ন
প্রেসওয়াচ রিপোর্টঃ চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী দলীয় সাবেক সংসদ সদস্য মরহুম মিসবাহ উদ্দীন খানের স্ত্রীRead More
শীতকালেও হচ্ছে তরমুজ চাষ
শীতকালে তরমুজ চাষ বা পাওয়া যাওয়ার কথা এক সময় স্বপ্নেও কেউ ভাবেনি। এখন বিষয়টি ভাবনাতেRead More