অনলাইন ডেস্ক :কোনোভাবেই দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবো না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি সবাইকে অনুসরণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। দল, মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করতে হবে। এসময় আওয়ামী লীগ- বিএনপিকে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নে কাজ করার আহ্বান জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী।
আরো পড়ুন: দুদকে ঘুষ দিতে এসে লাখ টাকাসহ গ্রেফতার আনসার কমান্ড্যান্ট
সভায় জেলা প্রশাসক আবু মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পৌর মেয়রসহ মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদরা।
ইত্তেফাক